Tuesday, August 11, 2015

অল্প সময়ে আপনার ঘর পরিষ্কার করবেন যেভাবে



  • প্রথমে ঝটপট ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিন। দেখুন কোথায় কি অগোছালো বা নোংরা অবস্থায় পড়ে আছে। ভেবে নিন কোথা থেকে শুরু করবেন।
  • আপনার বাসায় যদি ছোট ছেলে-মেয়ে থাকে তাদের ডেকে নিন, এবার এই জুনিয়র যোদ্ধাদের আপনার কাজে সাহায্যের আহ্বান জানান। ছোট খাটো কাজগুলো তাদের উপর ছেড়ে দিন। যেমন বই গোছানো, নিজেদের কাপড় গোছানো ও বাচ্চাদের শোবার ঘর গোছানো। দেখবেন ওরা খুশী মনে আপনাকে সাহায্য করবে।
  • আপনি রান্না ঘরে ঢুকে যান, জমে থাকা থালাবাসনগুলো দ্রুত ধুয়ে ফেলুন। ধোয়া শেষে গুছিয়ে রেখে দিন। এবার রান্না ঘরের মেঝেটা পরিষ্কার করে ফেলুন।
  • আপনি এবার আপনার বসার ঘরটা গোছাতে লেগে পরুন। সোফার কুশনগুলো সাজিয়ে ফেলুন সাথে কুশন কভারগুলো বদলে দিতে পারেন।
  • আমাদের সবার একটা খারাপ অভ্যাস থাকে ময়লা যেখানে সেখানে ফেলে দেওয়া, তাই মেঝেটি ঝাড়ু দিয়ে নিন। ময়লার ঝুড়ির ময়লা ফেলতে ভুলবেন না।
  • ঘরের পরিষ্কার করা শেষে এয়ারফ্রেস্নার স্প্রে করে দিন, ফুলদানীর আগের ফুলগুলো ফেলে নতুন ফুল রেখে দিন।
  • আপনার নিজের বেডরুমটিও চট করে গুছিয়ে ফেলুন। বিছানায় নতুন চাদর লাগান, বালিশের কভারগুলো বদলে দিন।
  • সবশেষে বাথরুমটির দিকে নজর দিন। বেশী করে পানি দিয়ে বাথরুম ধুয়ে নিন, ক্লিনার দিয়ে পুনরায় ধুয়ে নিন। ময়লা টাওয়েল বদলে দিন আর বেসিনটিও পরিষ্কার করুন।
সময় শেষ? দেখুন আপনার ঘরটিও সুন্দরভাবে গোছানো শেষ। এভাবে প্রতি সপ্তাহে একদিন রুটিন করে ঘরটি গোছান, দেখবেন ঘর আর কখনোই এলোমেলো হচ্ছে না।