- প্রথমে ঝটপট ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিন। দেখুন কোথায় কি অগোছালো বা নোংরা অবস্থায় পড়ে আছে। ভেবে নিন কোথা থেকে শুরু করবেন।
- আপনার বাসায় যদি ছোট ছেলে-মেয়ে থাকে তাদের ডেকে নিন, এবার এই জুনিয়র যোদ্ধাদের আপনার কাজে সাহায্যের আহ্বান জানান। ছোট খাটো কাজগুলো তাদের উপর ছেড়ে দিন। যেমন বই গোছানো, নিজেদের কাপড় গোছানো ও বাচ্চাদের শোবার ঘর গোছানো। দেখবেন ওরা খুশী মনে আপনাকে সাহায্য করবে।
- আপনি রান্না ঘরে ঢুকে যান, জমে থাকা থালাবাসনগুলো দ্রুত ধুয়ে ফেলুন। ধোয়া শেষে গুছিয়ে রেখে দিন। এবার রান্না ঘরের মেঝেটা পরিষ্কার করে ফেলুন।
- আপনি এবার আপনার বসার ঘরটা গোছাতে লেগে পরুন। সোফার কুশনগুলো সাজিয়ে ফেলুন সাথে কুশন কভারগুলো বদলে দিতে পারেন।
- আমাদের সবার একটা খারাপ অভ্যাস থাকে ময়লা যেখানে সেখানে ফেলে দেওয়া, তাই মেঝেটি ঝাড়ু দিয়ে নিন। ময়লার ঝুড়ির ময়লা ফেলতে ভুলবেন না।
- ঘরের পরিষ্কার করা শেষে এয়ারফ্রেস্নার স্প্রে করে দিন, ফুলদানীর আগের ফুলগুলো ফেলে নতুন ফুল রেখে দিন।
- আপনার নিজের বেডরুমটিও চট করে গুছিয়ে ফেলুন। বিছানায় নতুন চাদর লাগান, বালিশের কভারগুলো বদলে দিন।
- সবশেষে বাথরুমটির দিকে নজর দিন। বেশী করে পানি দিয়ে বাথরুম ধুয়ে নিন, ক্লিনার দিয়ে পুনরায় ধুয়ে নিন। ময়লা টাওয়েল বদলে দিন আর বেসিনটিও পরিষ্কার করুন।
Tuesday, August 11, 2015
Home »
» অল্প সময়ে আপনার ঘর পরিষ্কার করবেন যেভাবে
অল্প সময়ে আপনার ঘর পরিষ্কার করবেন যেভাবে
By Tech Team





