Sunday, August 2, 2015

How to delete partition

কিভাবে Partition Delete করতে হয় (How To Delete a Partition in Computer?


কোনো partition delete করার সাথে সাথে এর সকল  তথ্যও delete হয়ে যায় .তাই শুরুতেই  প্রয়োজনীয়  তথ্যাদি backupকিংবা অন্য partition এ save করতে হবে .যদি একটি মাত্র partition থেকে থাকে তাহলে এ পদ্ধতিতে delete করা যাবে না .



১// Computer icon এ Mouse এর  Right Button ক্লিক করে  Manage অপশন চাপুন . 

অথবা  Start > Control Panel >  System and Maintenance >Administrative Tools > Computer Management এ যেতে পারেন .(আপনাকে অবশ্যই Administrative Account থেকে log in করতে হবে).



২// Disk Management এ ক্লিক করে যে   partition টি delete করতে চাচ্ছেন সেখানে Right button ক্লিক করুন .Delete Volume নামে একটা অপশন দেখতে পাবেন ,সেটা নির্বাচন করুন .


**logical partition হয়ে থাকলে  আবার ও delete করুন .


৩// একটা confirmation box আসবে ,yes চেপে delete নিশ্চিত করুন .


৪// partition টি delete হয়ে সেখানে unallocated লিখা একটা part চলে আসবে . এ দিয়ে  নতুন partition তৈরি কিংবা বিদ্যমান partition এর আকার বাড়ানো যাবে .


**computer management windows টি বন্ধ করুন.**